পটুয়াখালীতে এনজিওকর্মীকে কুপিয়ে যখম
পটুয়াখালীর দশমিনায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোসা: মাকসুদা বেগম (৩২) নামে এনজিও সংস্থা আশার এক মাঠকর্মীকে কুপিয়েছে তার চাচাত ভাই মো: হানিফ খাঁ (৩০)।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গছে, উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাটাখালী গ্রামের এনজিও সংস্থা আশায় কর্মরত মোসা: মাকসুদা বেগমের পরিবারের সাথে একই বাড়ির চাচাত ভাই মো: হানিফ খাঁর পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা চলমানও রয়েছে। ঘটনার দিন মাকসুদা বেগম বাড়ির পুকুরের ঘাটে দেয়া গাছের একটি ডাল উপড়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে পূর্বের জমি সংক্রান্ত ঘটনার জের ধরে চাচাত ভাই হানিফ মাথায় দেশীয় দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দশমিনা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মামলা করা হবে বলে আহতের স্বজনরা জানান।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৪ আগস্ট