বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৫ জেলে উদ্ধার, ট্রলার নিখোঁজ
বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ১৪০কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১০ ঘন্টা পর ১৫ জেলেকে উদ্ধার করা হলেও ট্রলারটি এখনও পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরে হিরণপনেন্ট এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে একই জায়গায় ঝড়ের কবলে পড়ে উপজেলার ছোট টেংরা গ্রামের মো. মানিকের মালিকানা এফবি পারভীন ট্রলারটি ১৫ জেলেসহ ডুবে যায়।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী পাথরঘাটা নিউজকে বলেন, আজ বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারসহ ১৫ জেলে ডুবে যায়। প্রায় ১০ ঘন্টা পর আবুল কালামের মালিকানা এফবি ইমাম ট্রলারের মাঝি হানিফাসহ ওই ট্রলারের জেলেরা ভাসমান অবস্থায় ডুবে যাওয়া ট্রলারের জেলেদের ভাসতে দেখে উদ্ধার করে। তবে এখন পর্যন্ত ডুবে যাওয়া এফবি পারভীন নামের ট্রলারটি পাওয়া যায়নি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৩ আগস্ট