বরগুনায় ত্রাণের চাল ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:৩৬ এএম, ২১ আগস্ট ২০১৮

বরগুনায় ত্রাণের চাল ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫বরগুনায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অতিদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র (খাদ্য সহায়তা) চাল বিতরণের সময় ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে।

সোমবার (২০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সদর উপজেলার ৫নং আয়লা-পাতাকাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম পনু এবং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি (পনুর আপন ভাই) বাবুল আক্তার কনুর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন সংশ্লিষ্ট ইউনিয়নের সদস্য শফিকুল ইসলাম পনু, তার ছেলে হৃদয়, ইউপি সদস্য আরিফুর রহমান রেজা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবুল আক্তার কনু এবং তার সমর্থক সুমন খান।

আহতদের মধ্যে হৃদয়কে গুরুত্বর আহত অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

ইউপি সদস্য পনু জানান, সোমবার দুপুরে আয়লা-পাতাকাটা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ চলছিলো। এ সময় তার ভাই ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বাবুল আক্তার কনু ৫০টি ত্রাণের কার্ড দাবি করে এবং সকল কার্ডের চাল একাই ছাড়িয়ে নিয়ে যেতে চায়। তাতে বাঁধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

অন্যদিকে আওয়ামী লীগ সভাপতি বাবুল আক্তার কনু দাবি করেন, সুমন নামের একজনের জন্য একটি ত্রাণের কার্ড দাবি করলে তার ভাই ইউপি সদস্য পনু দিতে রাজি হয়নি। এমনকি তার ছেলেকে মারধর করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে ৫০টি ত্রাণের কার্ড এর চাল একা নেয়ার বিষয়টি অস্বীকার করেন।

এ বিষয়ে স্থানীয় আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান খোন্দকার আশশাকুর রহমান ফিরোজ বলেন, আওয়ামী লীগ সভাপতি বাবুল আক্তার কনু ৫০টি নামের কার্ডের চাল একা নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইউপি সদস্য পনু এতে বাঁধা প্রদান করেন। এবং যার চাল তাকে নেওয়ার জন্য অনুরোধ করেন। এসময় আওয়ামীলীগ সভাপতি ও তার সাঙ্গপাঙ্গরা চাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে।

এ বিষয়ে বরগুনা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।(সূত্রঃ পরিবর্তন)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২১ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)