কাঁঠালিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ১

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ২০ আগস্ট ২০১৮

কাঁঠালিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ১কাঁঠালিয়ায় উপজেলায় ডাকাত সরদার মজনু গাজীকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল রবিবার রাতে উপজেলার নেয়ামতপুরা গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত মজনু গাজী পার্শ্ববর্তী পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলার দাউদখালী গ্রামের মৃত আবদুল কাদের গাজীর ছেলে। সে ছোট বেলা থেকে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন। অন্তত ৩০ দফায় গ্রেপ্তার হয়ে হাজতবাস করেছে সে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে ডাকাত সরদার হিসেবে পরিচিত মজনু।

পুলিশ জানায়, রবিবার রাতে নেয়ামতপুরা গ্রামে প্রবেশ করে ১০-১২ জনের ডাকাত দল। তারা ডাকাতির প্রস্তুতি নিলে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অভিযান চালিয়ে মজনু গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর সহযোগিরা পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির প্রস্তুতির কথা পুলিশের কাছে স্বীকার করেছে।

এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, এক মাস পূর্বে জেল থেকে বের হয়ে আবারো ডাকাতির প্রস্তুতি নিয়েছিল মজনু। তাঁর বিরুদ্ধে মঠবাড়ীয়ায় থানায় তিনটি ডাকাতি, কাঁঠালিয়া থানায় একটি ডাকাতি ও একটি ডাকাতির চেষ্টা, বামনা থানাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় আরো ৭-৮টি ডাকাতি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)