মোবাইলের ‘কলরেট’ কমানোর দাবিতে পাথরঘাটায় মানববন্ধন
মোবাইল ফোনের ‘কলরেট কমানো, ইন্টারনেটের স্পিড ও মিনিটের মেয়াদ বাড়ানোর দাবিতে পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে।
সোমবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ার চত্বরে পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের ব্যানারে এ মানবন্ধন করা হয়।
পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পাথরঘাটা নিউজ সম্পাদক আকন মোঃ বশির, স্বেচ্ছায় রক্তদান সংগঠন প্রত্যয়ের সভাপতি মেহেদি শিকদার, সাংবাদিক ইমাম হোসেন, সাংবাদিক কাজী রাকিব, শিক্ষার্থী মোসা. শারমীন প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে সারাবিশ্বের সাথে বাংলাদেশও তথ্য প্রযুক্তিতে এগিয়ে। এখন কলরেট না কমিয়ে, ইন্টারনেট স্পিড ও মিনিটের মেয়াদ না বাড়িয়ে ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন গ্রাহকদের স্বার্থ বিবেচনায় না নিয়ে শুধু অপারেটরদের স্বার্থ বিবেচনা করে কলরেট বাড়িয়েছে। এটি কখনই গ্রহণযোগ্য নয়। বিটিআরসির এ সিদ্ধান্ত আত্মঘাতি ছাড়া আর কিছুই নয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২০ আগস্ট