ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১৭ আগস্ট ২০১৮

ছবিঃ সংগ্রহীতপাকিস্তানের জাতীয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন দেশটির তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

শুক্রবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় বিকেলে জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচন হয়। এতে তিনি মনোনীত হন সংখ্যাগরিষ্ঠ পিটিআই থেকে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল মুসলিম লিগের নেতা শাহবাজ শরিফ। নির্বাচনে সর্বোচ্চ ১৭৬ সদস্যের ভোট পান ইমরান। আর শাহবাজ পান ৯৬ সদস্যের ভোট।

গত ২৫ জুলাই অনুষ্ঠিত দেশের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের প্রার্থী ইমরান খান একরকম প্রধানমন্ত্রী হয়েই ছিলেন। শুক্রবার কেবল অনুষ্ঠানিক ভোটে তিনি সংসদ নেতা ও সরকারপ্রধান হলেন।

১৯৯২ ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশের ২২তম সরকার প্রধান হিসেবে পাকিস্তান পরিচালনা করবেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৭ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)