বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জেলের সন্ধান মেলেনি এখনও
ভোলার লালমোহনে ঝড়ের কবলে পড়ে চার দিন অতিবাহিত হলেও এখনও ট্রলার ডুবে নিখোঁজ তিন জেলের সন্ধান মেলেনি।
মঙ্গলবার (১৪ আগস্ট) বঙ্গোপসাগরের কালকিনি ও চরনিজাম নামক স্থানে ঝড়ের কবলে পড়ে ১৯ মাঝিমাল্লাসহ একটি ট্রলার ডুবে যায়।
ট্রলারটি ডুবতে দেখে চরফ্যাশনের বেতুয়া এলাকার সালাউদ্দিন মাঝির ট্রলার গিয়ে ওই ট্রলারে থাকা ১৯ জনের মধ্যে ১৬ জনকে উদ্ধার করে।
ট্রলারে থাকা বাকি তিনজন লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. খালেক ও খালেক বেপারির ছেলে মো. আবু ছায়েদ এবং চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের কালামুল্লাপোল এলাকার হাসেমের ছেলে মিরাজ নিখোঁজ রয়েছেন।
ট্রলার মালিক রাসেল ও ফারুক জানান, সাগরের অবস্থা খারাপ থাকায় আমাদের পক্ষ থেকে নদীতে ট্রলার নিয়ে যেতে বাধা প্রদান করা হলেও ট্রলারের মাঝি আমাদের না জানিয়ে অন্যান্য জেলের ট্রলারের ভেতর নিয়ে আটকে রেখে সাগরের উদ্দেশ্যে রওনা দেন।
পরে আটক ওই জেলেদের সাগরের মাঝখানে নিয়ে মুক্ত করে দিয়ে মাছ ধরতে বাধ্য করে। তবে ট্রলারটি কিছুক্ষণ পরেই ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ আগস্ট