তালতলীতে নারী ইউপি সদস্যের জমি দখল
তালতলী উপজেলার কড়াইবারিয়া ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্যের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৫ আগস্ট) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দেশি ও ধারালো অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করে স্থানীয় গ্রাম পুলিশ।
ফিরোজা বেগম বলেন, ১০ থেকে ১২ জন লোক জোর করে দখল নিয়ে আমার কৃষিজমি চাষ করে এবং আমাকে লাঞ্ছিত করে।
ইউপি চেয়ারম্যান মো. আলতাব আকন বলেন, আমাকে জানানোর পর গ্রাম পুলিশ পাঠাই এবং ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ লাঠিসোটা উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৬ আগস্ট
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)