দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরলেন এক জেলে
বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ডেমা গুলিশাখালী গ্রামের জেলে আবদুর রহিম দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছে।
মঙ্গলবার (১৪ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি ফিরেছেন। এরআগে প্রায় ১৫ দিন পূর্বে তাকে বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যায় দস্যুরা।
আবদুর রহিম (৫৮) ওই গ্রামের বাসিন্দা মৃত হযরত হাওলাদারের ছেলে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ জামান জানান, আমাদের কাছে এমন কোনো তথ্য নেই।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ আগস্ট
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)