পাথরঘাটায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ
বরগুনার পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মোসা. রেশমা আক্তার (১৭) নামের এক স্কুল ছাত্রী।
সোমবার (১৩ আগস্ট) সন্ধা সাড়ে ৬টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী গ্রামে এ ঘটনা ঘটে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. হুমায়ূন কবির পাথরঘাটা নিউজকে জানান, উপজেলার কাঠালতলী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী গ্রামের কালু ফরাজীর মেয়ে মোসা. রেশমা আক্তার কাঠালতলী সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বসর এসএসসি পরীক্ষায় উর্ত্তীন হয়েছে। তাকে উপজেলা কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. হানিফা (১৭) এর সাথে বিয়ের আয়োজন চলছিল। এ সংবাদ পেয়ে পাথরঘাটা উপজেলা প্রশাসন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য মুনিরা ইয়াসমীন খুশি, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলমগীর হোসেন আকন ও সাংবাদিক এএসএম জসিমকে নিয়ে কাঠালতলী ইউনিয়ন পরিষদে কনের মামা ও কনেকে উপস্থিত করে বিয়ের আনুষ্ঠানিকতা ভেঙ্গে দেয়া হয়।
তিনি আরও জানান, ভ্রাম্যমান আদালতে কনের মা হোনেয়ারা বেগমকে ২শ’টাকা ও মামা র্মোরফকে ২শ’টাকা জরিমানা করে মুসলেখা রেখে ছেরে দেয়া হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১৪ আগস্ট