হেলিকপ্টার নিয়ে না আসায় মাহফিলে প্রভাব পড়েনি এনায়েত উল্লাহ আব্বাসীর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:১৪ এএম, ১২ আগস্ট ২০১৮

হেলিকপ্টার নিয়ে না আসায় মাহফিলে প্রভাব পড়েনি হেলিকপ্টার হুজুরের
বাংলাদেশে হেলিকপ্টার হুজুর নামে অতিপরিচিত নারায়ণগঞ্জের পাঠানটুলীর আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী। বরাবরের ন্যায় এবারেও বরগুনার পাথরঘাটায় আজ ১১ আগস্ট শনিবার ঈদগাহে মাহফিলে আগমন করেন।

বিগত বছরের ন্যায় এ বছরে হেলিকপ্টার যোগে পাথরঘাটায় না আসায় পাথরঘাটার সহজ সরল জন মানুষের মনে স্থান করে নিতে পারেনি আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী। হেলিকপ্টার নিয়ে মাহফিলে আসায় গতবছরে যেমন উপচে পড়া ভিড়ে পাথরঘাটায় জনসমূদ্রে পরিণত হয়েছিল কিন্তু এবারের চিত্র টা ব্যতিক্রম।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয়রা জানান, পাথরঘাটার সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে হেলিকপ্টার প্রলোভন  দেখিয়ে বিভিন্ন হাটে বাজার অফিস আদালত থেকে জোর করে চাঁদা উঠিয়ে প্রতিবছর মাহফিলের আয়োজন করে আয়োজকেরা। হেলিকপ্টার যোগে আগমন করবেন বলে প্রচার করে মাহফিলকে সার্থক করে জনসমূদ্রে পরিণত করা হয় । এবার হেলিকপ্টার নিয়ে না আসার কারণে বিগত দিনের মতো লোকজনের তেমন কোন উপস্থিতি ছিল না।

উল্লেখ্যঃ এই হুজুরের বিগত মাহফিলে আব্দুস সালাম নামে এক প্রতিবন্ধী ভিক্ষুককে গাড়ি চাপা দিয়ে আহত করে পরবর্তীতে তার কোনো খোঁজ খবর না নেওয়ায় জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে বলেও ধারণা করছেন স্থানীয় সুশীল সমাজ।
এ এম বি। পাথরঘাটা নিউজ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)