তালতলীতে ব্রিজ যেন মরণফাঁদ
তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা খালের আয়রন ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে।
জানা গেছে, আমতলী-তালতলী হেড কোয়ার্টার সোনাকাটা সিবিচের বটতলা সড়ক থেকে কোয়ার্টার মাইল পশ্চিমে বাদুরগাছা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদুরগাছা খালের ওপর ৫শ’ মিটার চেইনেজে ৪০ মিটার দৈর্ঘ্য আয়রন ব্রিজটি প্রায় দেড় যুগ আগে এলজিইডি নির্মাণ করে। এ ব্রিজ দিয়ে বাদুরগাছা, পশ্চিম শারিকখালী ও দক্ষিণ শারিকখালী গ্রামের প্রায় ১০ হাজার মানুষকে উপজেলা শহর তালতলীতে আসা-যাওয়া করতে হয়। এ ছাড়াও পূর্ব কচুপাত্রা ও বটতলা এলাকার প্রায় শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা এ ব্রিজ দিয়ে বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়া-আসা করে। বর্তমানে ব্রিজটির পাটাতন ঢালাই খসে পড়ে রড বেড়িয়ে গেছে। এ কারণে ওই সড়কের সব প্রকার যানচলাচল বন্ধ হয়ে গেছে। ব্রিজটি দিয়ে বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। অতিদ্রুত ব্রিজটি সংস্কারের দাবি এলাকাবাসীর।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১২ আগস্ট