পাথরঘাটার কলেজসহ বরিশালের যে ২৪টি কলেজ সরকারি হলো

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:৫৬ এএম, ১২ আগস্ট ২০১৮ | আপডেট: ০৭:৫১ পিএম, ১২ আগস্ট ২০১৮

বরিশালের যে ২৪টি কলেজ সরকারি হলোসরকারিকরণে প্রধানমন্ত্রীর অনুমোদন পেল বরিশালের ২৪টি কলেজ। ৮ আগস্ট প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে।

এর আগে ২ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠানো হয়। সরকারিকরণের আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখন দরকার শিক্ষা মন্ত্রনালয়ের এর একটি প্রজ্ঞাপন।

বরিশাল বিভাগের ২৪টি সরকারিকরণ করা কলেজগুলো হলো আগৈলঝাড়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, হিজলা ডিগ্রি কলেজ, মেহেন্দীগঞ্জের পাতারহাট আরসি কলেজ, মুলাদি কলেজ, উজিরপুর শেরে-ই বাংলা ডিগ্রি কলেজ, বাবুগঞ্জ আবুল কালাম ডিগ্রি কলেজ,

তজুমদ্দিন ডিগ্রি কলেজ, দৌলতখান আবু আবদুল্লাহ কলেজ, বোরহান উদ্দিন আব্দুল জয়নাল কলেজ, মনপুরা ডিগ্রি কলেজ,

ঝালকাঠীর তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ, নলছিটি ডিগ্রি কলেজ, রাজাপুর ডিগ্রি কলেজ,

কাউখালী মহাবিদ্যালয়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা বিশ্ববিদ্যালয়, দশমিনা আব্দুস রশিদ তালুকদার ডিগ্রি কলেজ, গলাচিপা ডিগ্রি কলেজ,

সুবিধখালী ডিগ্রি কলেজ, দুমকি জনতা কলেজ, রাঙ্গাবালি কলেজ, কলাপাড়া মোতাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ, তালতলী ডিগ্রি কলেজ, বামনা ডিগ্রি কলেজ ও হাজী জালাল উদ্দিন মহিলা ডিগ্রি কলেজ

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১২ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)