টুপি নিয়ে কটুক্তির প্রতিবাদএক ঘুষিতে ২ দাঁত গেলো আ’লীগ নেতার
পটুয়াখালীর দুমকিতে তরকারী বিক্রেতার টুপি নিয়ে কটুক্তির প্রতিবাদ করতে গেলে এক ঘুষিতে ২টি দাঁত পড়ে যায় আ’লীগ নেতার।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (আগস্ট) সকাল সাড়ে ৭টায় উপজেলার নসিব সিনেমা চত্ত্বর কাঁচাবাজার এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও আহতের পারিবারিক সূত্র জানায়, নসিব সিনেমা চত্তর এলাকার প্রত্যাহিক কাঁচা বাজার এলাকায় তরি-তরকারি কিনতে যান উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক ও ব্যবসায়ী ওয়াহিদুর রহমান সহিদ মুন্সি। বাজারের তরকারী বিক্রেতা শহিদুলের সাথে অপর এক ক্রেতা হুমায়ুন কবিরের দর কষাকষি নিয়ে তর্কতর্কি হচ্ছিল। উগ্রস্বভাবের হুমায়ুন কবির এক পর্যায়ে দোকানীর মাথার টুপি নিয়ে ব্যঙ্গ করলে আ’লীগ নেতা ওয়াহিদুর রহমান সহিদ মুন্সী এর তীব্র প্রতিবাদ জানায় এবং তাকে ( হুমায়ুন কবির) নিবৃত করতে গেলে সজোড়ে তার মুখে ঘুষি ছুড়ে। এক ঘুষিতে তার দু’টি দাঁত ভেঙ্গে পড়ে যায়। স্থানীয়রা সহিদ মুন্সীকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।(তথ্য সূত্রঃ নয়াদিগন্ত)
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ আগস্ট