এক ইলিশের দাম ৯০০০ টাকা
পটুয়াখালীতে ৯ হাজার টাকায় একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে। আগের দিন বৃহস্পতিবার শহরের নতুন বাজারে দুই কেজি ৩০০ গ্রাম ওজনের মাছটি ওঠার পর রীতিমতো হৈচৈ পড়ে যায়।
শুক্রবার (১০ আগস্ট) সকালে ইলিশ মাছ বিক্রি হয়।
জানা যায়, মো. জসিম মাঝি নামের এক জেলের জালে পায়রা নদীতে ওই মাছটি আটকা পড়ে। তাঁর কাছ থেকে মাছটি কিনে নতুন বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন মো. বশির উদ্দিন। তিনি ইলিশটির দাম নির্ধারণ করেন ১০ হাজার টাকা। তবে গতকাল সকালে ৯ হাজার টাকায় ইলিশটি বিক্রি করে দেন তিনি। ক্রেতার নাম বলতে পারেননি বশির। তিনি বলেন, ‘এ বছর প্রায় দুই কেজি ওজনের কয়েকটি ইলিশ বিক্রি করেছি।’
জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযানগুলো সফল হওয়ায় বড় মাছ নদীতে পাওয়া যাচ্ছে। প্রায়ই পটুয়াখালীর পায়রা, তেঁতুলিয়া এবং রামনাবাদ নদীতে দুই কেজির অধিক ওজনের ইলিশ ধরা পড়ছে।’
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ আগস্ট