জমি নিয়ে বিরোধপটুয়াখালীতে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা, আহত ৫
পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় এক মুক্তিযোদ্ধা পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। আহতদের মধ্য তিনজনকে চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
শুক্রবার (১০ আগস্ট) দুপুরে বাদুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মুক্তিযোদ্ধা সেলিম হাওলাদার (৬৪), তার স্ত্রী শাহনাজ পারভীন (৪৫) ও ছেলে সাইফুর রহমান রিয়াদ, ভাই রুবেল হাওলাদার, মো. ছরোয়ার তালুকদার ও এনামুল হক রানা। এ সময় ধস্তাধস্তিতে বিরোধীয় পক্ষের মনু ব্যাপারী এবং বসির হাওলাদার আহত হয়েছেন।
আহত মুক্তিযোদ্ধা সেলিম হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত এবং র্যাব পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বসির হাওলাদার, জাহাঙ্গীর মৃধা, মনু ব্যাপারী গংয়ের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হলে মীমাংসায় ইউএনও তাদের পক্ষে রায় দেন। শুক্রবার বাদুরা বাজারে একটি দোকানঘর ওঠাতে গেলে বসির তার সহযোগী জাহাঙ্গীর মৃধা, মনু ব্যাপারী, হাসানসহ অজ্ঞাতনামা ব্যক্তির ঘটনাস্থলে এসে বাধা দেয়। এ সময় উভয়ের মাঝে কথা কাটাকাটি হলে বসির গং মুক্তিযোদ্ধা সেলিম ও তার পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে জখম করে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১১ আগস্ট