জমি নিয়ে বিরোধপাথরঘাটায় দু’পক্ষের মারামারিতে আহত ৮
বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের মারামারিতে ৮ জন আহত হয়েছে। আহত সকলকে পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আর্শ্বেদ আলী সরদার (৮০), ফাতেমা বেগম ( ৬৫) রুবী বেগম (৩০) ইউসুব (২৭) ইউনুচ মিয়া (৩৫) হেমায়েত হাওলাদার (৫০) রিপন (৩৫) ও তাসলিমা (৪০)।
ঘটনা স্থলে উপস্থিত স্থানীয় শহিদুল ও আলতাফ হাওলাদার পাথরঘাটা নিউজকে জানান, আর্শ্বেদ আলী সরদার ও হেমায়েত হাওলাদার দুজনই প্রতিবেশী। তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। ৩০ বছর পর মাললার রায় পান আর্শ্বেদ আলী। পরে শুক্রবার দিন দুপুরে আর্শ্বেদ আলী তার লোকজন নিয়ে বাড়ির সামনে জমি চাষ করতে নামলে প্রতিপক্ষ শুক্কুর আলী ও হেমায়েত হাওলাদারে নেতৃত্বে ২০ থেকে ২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আর্শ্বেদ আলী সরদারের পরিবারের ওপর হামলা চালায়। পরে আহতদের আবস্থার অবনতি হলে দুই পক্ষের ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১০ আগস্ট