পটুয়াখালীতে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
পটুয়াখালীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দু’জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে র্যাব-৮ এর পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা বাউফল থানার নিমদি গ্রামে অভিযান চালিয়ে কাওসারকে এক কেজি ৮শ’ গ্রাম গাঁজাসহ আটক করে।
আটকরা হলেন-পটুয়াখালীর বাউফল উপজেলার রায়সাপ এলাকার মৃত হারুন তালুকদারের ছেলে মো. কাওসার হোসেন (২১) ও কুয়াকাটা এলাকার শাকিল (২২)।
এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা ঘেঁষা খাজুরা গ্রাম থেকে ৪৪৫ পিস ইয়াবাসহ শাকিলকে আটক করে পুলিশ।
বুধবার (৮ আগস্ট) দিনগত রাত আনুমানিক সাড়ে ১০টায় মহিপুর থানা পুলিশ তাকে আটক করে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/১০ আগস্ট