বাউফলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৩৬ এএম, ৯ আগস্ট ২০১৮

বাউফলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটকপটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিদদী গ্রামে বুধবার (৮ আগস্ট) বিকেলে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মো. কাওছার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ওই সময় তাঁর সঙ্গে থাকা দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

কাওছার উপজেলার নিমদী গ্রামের মো. হারুন-অর-রশিদ তালুকদার এর ছেলে।

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. হাসান আলি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন খবরে কাওছারকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বাউফল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)