শবনম-ইরফানের ‘রঙিন খাম’
মেহরাব জাহিদের রচনায় ও সজীব মাহমুদের পরিচালনায় নির্মিত হয়েছে নাটক ‘রঙিন খাম’। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়া।
নাটকটির গল্পে দেখা যাবে, রূপা রিফাতের জন্য প্রত্যেকদিন ছাদে নীল খামে ভরে চিঠি রেখে আসে। কিন্তু রিফাত বুঝতে পারে না চিঠিটা কে দিয়ে যায়। অজানা কাউকে নিয়ে রিফাতের মনে আগ্রহ তৈরি হতে থাকে। রিফাত চিঠির ওপারের মানবীকে খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না। অজানা মানবী যাতে তার সঙ্গে দেখা করে তা চিঠির মাধ্যমে জানায় রিফাত।
একদিন রূপা অজানা-অচেনা মেয়ে হিসেবে দেখা করতে যায়। কিছুক্ষণ তারা হেঁটে বেড়ায়, কথা বলে। এরপর রূপা জানায়, রিফাত যে মেয়েকে খুঁজছে রূপা সে নয়। রিফাত তার নির্বুদ্ধিতার জন্য লজ্জা পায়, সরি বলে। এ সময় রিফাত প্রতিজ্ঞা করে, আর ওই মেয়ের চিঠির ব্যাপারে গুরুত্ব দেবে না সে। তাকে বোকা বানানো হচ্ছে ভেবে নেয়। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ আগস্ট