অপহৃত জেলেদের ফিরিয়ে দিতে ১ কোটি ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
জলদস্যূদের আস্তানায় জিম্মি থাকা জেলেদের মুক্তি দিতে জনপ্রতি ৫ লাখ টাক মুক্তিপণ দাবি করছে জলদস্যূ ছোট ভাই বাহিনী।
বুধবার (৮ আগস্ট) পাথরঘাটা নিউজকেবিকেলে এ তথ্য জানিয়েছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
এর আগে ৫ আগস্ট গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারে গণডাকাতি করে মুক্তিপণের দাবিতে ২৫ মাঝিকে অপহরণ করেছে স্বশস্ত্র জলদস্যু ছোট ভাই বাহিনী। অপহৃত ২৫ মাঝির বাড়ি বরগুনা, পাথরঘাটা, বাগেরহাট ও মহিপুর এলাকায়। তাদের মধ্যে জাফর, খলিল, জসিম ও জাকিরের বাড়ি পাথরঘাটায়।
ট্রলার মালিক মোশারেফ হোসেন ও মো. নুরুল ইসলাম পাথরঘাটা নিউজকে জানান, জলদস্যূরা গ্রামীণফোনের দুটি নম্বর থেকে অপহৃত জেলেদের ফিরিয়ে দিতে জনপ্রতি ৫ লাখ টাকা মুক্তিপন দাবি করে ওই বাহিনী। এর মধ্যে ডাকাতির সময় জলদস্যূদের বাধা না মানায় জাফর মাঝির জন্য ১০ লাখ টাকা দাবি করে তারা।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৯ আগস্ট