আমতলীতে গরম পানি দিয়ে গৃহবধুর শরীর ঝলসে দিলো প্রতিবেশী
অনলাইন ডেস্কঃ
আমতলী উপজেলার মহিষকাটা গ্রামের এক গৃহবধুকে চাচাতো জাল বিউটি বেগম গরম পানি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত গৃহবধুকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২ মার্চ) সকালে উপজেলার মহিষকাটা গ্রামে ঘটনা ঘটেছে ।
জানাগেছে, রাশিদা আকতার ও তার জা রুনু বেগম নিজের ক্ষেতে সকালে শাঁক তুলছিল। এ সময় চাচাতো জা বিউটি বেগমের সাথে শাক তোলা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায় বিউটি বেগম ক্ষিপ্ত হয়ে রাশিদা বেগমের গায়ে গরম পানি ঢেলে দেয় এবং তার স্বামী আবদুল হামেদ, মেয়ে তানজিলা, শম্পা ও ছেলে রনি তাদেরকে বেধড়ক মারধর করে। গরম পানিতে রাশিদার ডান হাতের বাহু ঝলসে গিয়েছে। আহত রাশিদাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, রাশিদার ডান হাতের বাহু জলসানো এবং ডান পায়ে আঘাতের চিহৃ রয়েছে।
আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সহিদ উল্যাহ বলেন, কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ মার্চ