বরগুনায় নারী অডিটরের বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:২৩ পিএম, ৮ আগস্ট ২০১৮

বরগুনায় নারী অডিটরের বিরুদ্ধে দুদকের মামলাবরিশালের বরগুনায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হিসাব রক্ষণ বিভাগের এক নারী অডিটরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৭ আগস্ট) রাতে বরিশাল কোতয়ালী মডেল থানায় এই মামলা দায়ের করেন বরিশাল দুদকের সহকারী পরিচালক আবুল কাশেম কাজী।

অভিযুক্ত নারী অডিটর হলেন শাহজান পারভীন বরগুনা জেলা হিসাব রক্ষণ দপ্তরে কর্মরত রয়েছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে দুদক গত বছরের পহেলা জুলাই শাহনাজ পারভীনকে নোটিশ দেয়। তিনি তার বাড়ির নির্মাণ ব্যয় দেখিয়েছেন ৬৫ লাখ ৬৬ হাজার টাকা এবং অস্থাবর সম্পদের হিসাব দেখিয়েছেন ১ লাখ ৫৬ হাজার টাকা।

দুদক অনুসন্ধান করে নিশ্চিত হয়ে যে, জমি ক্রয় ও বাড়ি নির্মাণ ব্যয়ে ১২ লাখ ৬ হাজার টাকার তথ্য গোপন করেছেন শাহনাজ পারভীন। এছাড়া মোট ৫০ লাখ ৬২ হাজার ৬৪৭ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে দুদকের মামলায়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)