১ অক্টোবর আসিফের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
বুধবার (৮ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম এইচএম তোয়াহা এ নতুন দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা যায়, অনুমতিছাড়াই আসিফ আকবর তার সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান বিক্রি করেছেন এমন অভিযোগে তেজগাঁও থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিন মামলা করেন। ওই মামলায় গত ৫ জুন রাত দেড়টায় গ্রেফতার হন আসিফ আকবর। ১১ জুন আদালত আসিফের জামিন মঞ্জুর করেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৮ আগস্ট
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)