পটুয়াখালী জেলা ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা
মাদক সংশ্লিষ্টসহ নানা অভিযোগ এনে পটুয়াখালী জেলা শাখার নবগঠিত ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সংবাদ সম্মেলন করেছে পৌর ছাত্রদল কমিটি।
সোমবার (৬ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবে পৌর শাখার ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শাকিল মিয়াসহ ছাত্রদলের অন্য কর্মীরা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, চলতি বছরের ১ আগস্ট শাফিউল বাশার উজ্জ্বলকে সভাপতি এবং আল হেলাল নয়নকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী জেলা ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে। কিন্তু ওই দুই ব্যক্তি বিএনপির রাজনীতির প্রতি কোনো অবদান নেই। বিগত দিনে সরকারবিরোধী আন্দোলনে তাদের মাঠে দেখা যায়নি।
এছাড়া সভাপতির শফিউলের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদক মামলা রয়েছে এবং সাধারণ সম্পাদক নয়ন বরিশাল হলিকেয়ার মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। ফলে এই দুই ব্যক্তি ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত হলে বিএনপির রাজনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে।
এ সময় তারা এ কমিটি বিলুপ্ত করে পুনরায় কমিটি প্রদানের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আহ্বান জানান।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ আগস্ট