গৌরনদীতে মা-মেয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা
বরিশালের গৌরনদীতে গৃহবধূর ছবি এডিট করে নগ্ন ছবি বানিয়ে লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মা-মেয়েসহ তিনজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।
রোববার (৫ আগস্ট) বরিশালের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি দায়ের করেন ভিকটিম গৃহবধূর বাবা।
আদালতের বিচারক মো. শিহাবুল ইসলাম সংশ্লিষ্ট থানার ওসিকে পর্নোগ্রাফি আইনে মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার আসামি হচ্ছে- দিয়াসুর এলাকার মো. বেল্লালের স্ত্রী বেবি বেগম, তার মেয়ে সুইটি আক্তার ও কাশেমাবাদ এলাকার জসিম বেপারি।
মামলার অভিযোগে জানা গেছে, স্বামী সৌদি প্রবাসী হওয়ায় বাড়িতে এক সন্তান নিয়ে বসবাস করেন ওই গৃহবধূ। অবস্থা ভালো দেখে জা বেবি বেগম বিভিন্ন সময় তার কাছে এক লাখ টাকা দাবি করে আসছিল, যা গৃহবধূ তার স্বামীকে জানালে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এতে কৌশলে অপরিচিত পুরুষের সঙ্গে রূপসী আক্তারের ছবি লাগিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তৈরি করে। ৩০ জুলাই বিকালে ভিকটিমের ঘরে গিয়ে তাকে ওই ছবি দেখায়। ছবি দেখে গৃহবধূ চিৎকার শুরু করলে আসামিরা জানায়, তাদের এক লাখ টাকা চাঁদা দিতে হবে। টাকা না দিলে ওই নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেয় আসামিরা।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ আগস্ট