বামনায় জুয়েলার্সে হামলা লুটের অভিযোগ
বামনায় পূর্বশত্রুতার জেরে বিশ্বকর্মা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে হামলা ও লুটের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে। এ ঘটনায় গত রবিবার সন্ধ্যায় দোকান মালিক বিপ্লব কর্মকার বাদী হয়ে বামনা থানায় একজনকে আসামি করে মামলা করেছেন।
মামলার আসামি হলেন উপজেলার পশ্চিম সফিপুর গ্রামের শ্যামল কর্মকারের ছেলে অমিত কর্মকার (২০)। তিনি ডিসি অফিসের স্পিডবোটচালক জব্বার খান হত্যা মামলারও আসামি।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে অমিত কর্মকার ও তার কয়েকজন সহযোগী মিলে দোকানে বসা কর্মচারীদের ওপর হামলা করে। পরে দোকানের আলমারি ভেঙে চার লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
বামনা থানার ওসি জি এম শাহ নেওয়াজ বলেন, ‘দোকান মালিক বাদী হয়ে একটি মামলা করেছে। আমরা আসামিকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৭ আগস্ট
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)