বঙ্গোপসাগরে ট্রলারে গণডাকাতি, ২৫ মাঝি অপহরণ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ৫ আগস্ট ২০১৮

বঙ্গোপসাগরে ট্রলারে গণডাকাতি, ২৫ মাঝি অপহরণগভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারে গণডাকাতি হয়েছে। এমময় মুক্তিপণের দাবিতে ২৫ মাঝিকে অপহরণ করেছে স্বশস্ত্র জলদস্যু বাহিনী। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী পাথরঘাটা নিউজকে এ তথ্য জানান।

অপহূত জেলেদের মধ্যে জালাল মিয়া, রুস্তুম আলী, শুক্কুর মিয়া, রফিকুল, সুমন ও জামাল মাঝির নাম জানা গেছে।

মোস্তফা চৌধুরী পাথরঘাটা নিউজকে জানান, বঙ্গোপসাগরের মেহের আলী ও দুবলারচর এলাকায় আজ রোববার (৫ আগস্ট) সকালে জেলে বহরে সুন্দরবনের ‘গরীবের বন্ধু ছত্তার ভাই’ বাহিনী স্বশস্ত্র দস্যু বাহিনী হামলা চালায়, এ সময় মুক্তিপনের দাবিতে অন্তত ২৫ মাঝিকে অপহরণ করে নিয়ে যায়। তবে তারা মুক্তিপণের পরিমাণ জানায়নি।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৫ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)