তালতলীতে স্ত্রীর মামলায় স্বামী জেলহাজতে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ৪ আগস্ট ২০১৮

তালতলীতে স্ত্রীর মামলায় স্বামী জেলহাজতেস্ত্রীর দেয়া যৌতুক মামলায় পুলিশ স্বামী রাসেল গাজীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

শনিবার (৪ আগস্ট) ঘটনাটি ঘটেছে বরগুনার তালতলী উপজেলার শিকারীপাড়া গ্রামে।

জানা গেছে, বরগুনার সোনাখালী গ্রামের হেমায়েত উদ্দিনের কন্যা আসমা বেগমের বিয়ে হয় ২০১১ সালের ১৩ জুলাই তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের শিকারীপাড়া গ্রামের শাহজাহান গাজীর পুত্র রাসেল (৩২)এর সাথে। বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী যৌতুকের জন্য বিভিন্ন ভাবে চাপ দেয়। এর মধ্যেই যৌতুক লোভী স্বামীর সংসারে জন্ম নেয় একটি পুত্র ও একটি কন্যা সন্তান। এরপরও থেমে নেই যৌতুক লোভী স্বামীর নির্যাতন। আসমার দরিদ্র বাবা যৌতুকের দাবী মেটাতে না পারায় সর্ব শেষ গত ১১ জুলাই আসমাকে বেধরক মারধর করে। এমনকি হত্যার উদ্দেশ্যে আসমার হাত-পা বেঁধে নির্যাতন করে। গুরুতর অবস্থায় আসপাশের লোকজন আসমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ২৯ জুলাই আসমা বাদী হয়ে তালতলী থানায় যৌতুক মামলা দায়ের করে। যার নং-১৯/১৮। পুলিশ মামলার প্রধান আসামী যৌতুক লোভী স্বামী রাসেলকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)