নিরাপদ সড়কের দাবিতে পটুয়াখালীতে রাস্তায় শিক্ষার্থীরা
নিরাপদ সড়কসহ ৯ দফা দ্রুত বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে পটুয়াখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শনিবার (৪ আগস্ট) বেলা ১১টায় শহরের সার্কিট হাউজ সংলগ্ন সড়ক সড়ক অবরোধ করে।
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র’রা শহরের সিঙ্গারা পয়েন্ট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তাদের সাথে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরা যুক্ত হয়। সাড়ে ১০ টায় সিঙ্গারা পয়েন্ট চত্বরে মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রঙ্গনে সড়ক অবরোধ করে।
এসময় অবস্থান নিয়ে শিক্ষার্থীদের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে চলাচল করতে দেখা গেছে জেলা প্রশসানের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের।
পরে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নুরুল হাফিজ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাস দেন। দুপুরে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ আগস্ট