ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ মা-মেয়ে আটক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৬:২২ পিএম, ৪ আগস্ট ২০১৮

ইয়াবাসহ মা-মেয়ে আটকপিরোজপুরের ভাণ্ডারিয়া থেকে ইয়াবাসহ দুই নারী(মা-মেয়ে) মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শহিদুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার নিজ ভাণ্ডাারিয়া গ্রামে মাদক কারবারি ফিরোজার বাড়িতে অভিযান চালায়। এ সময় ফিরোজা বেগম ও তার মেয়ে আয়েশাকে ৮৫ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।

এ ব্যাপারে ভাণ্ডাারিয়া থানায় ওসি শাহাবুদ্দীন জানান, আটক দুই নারী মাদক কারবারি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে পিরোজপুর কোর্টে পাঠানো হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)