বেইলি ব্রিজ ভেঙে পাথরঘাটাসহ ১২ রুটে যোগাযোগ বন্ধ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ৪ আগস্ট ২০১৮

বেইলি ব্রিজ ভেঙে পাথরঘাটাসহ ১২ রুটে যোগাযোগ বন্ধপিরোজপুরের চরখালী-মঠবাড়িয়া সড়কের তুষখালী বাজার সংলগ্ন বেইলি ব্রিজ দিয়ে ভেকু বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় ব্রিজটি ভেঙে যায়। এতে ঘটনার পর মঠবাড়িয়া ও পাথরঘাটা উপজেলার সঙ্গে ১২টি রুটে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শুক্রবার (৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মঠবাড়িয়া থেকে ভেকু বোঝাই একটি ট্রাক ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। রাত ১১টার দিকে ট্রাকটি ব্রিজ পার হতে গেলে ভেঙে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। তবে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনার পর মঠবাড়িয়া ও বরগুনার পাথরঘাটা উপজেলার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনা ও পিরোজপুরসহ ১২টি রুটে সরাসরি বাস ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের (সওজ) বিভাগের উপ সহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। তাছাড়া ২৭ টন ওজনের ভেকু বোঝাই ট্রাক পার হওয়ায় ভেঙে পড়ে। দ্রুত উদ্ধার কাজ শুরু করা হবে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ট্রাক ও ভেকুর মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।(বাংলানিউজ)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)