বামনায় পানিতে ডুবে গৃহবধুর মৃত্যু
বরগুনার বামনা উপজেলায় মালা(৪২) এক গৃহবধু পানিতে ডুবে মারা যায়।
শুক্রবার (৩ আগস্ট) উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
মালা উপজেলার পূর্ব সফিপুর গ্রামের আউয়াল ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী।
স্থানীয় সুত্রে জানাযায়, মালা প্রতিদিনের মত থালা বাসন ধুইতে পুকুরে গেলে মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পরে যায়। মালার নাতী পুকুরে হাত ধুইতে গেলে ওর দাদীকে পানিতে ভাসতে দেখে ডাকচিৎকার করলে আশে পাশের লোকজন এসে পুকুর থেকে উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম শাহ নেওয়াজ জানান, মালা আউয়াল ভেন্ডারের দ্বিতীয় স্ত্রী, আউয়াল ভেন্ডার বর্তমানে হজব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব আছেন তাই বিষয়টি একটু সন্দেহ হওয়ায় লাশ ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে প্রেরণ করা হয়েছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ আগস্ট
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)