২৩ দিনেও খোঁজ মেলেনি বরগুনার শাওনের
বরগুনায় নিঁখোজ হওয়া আতিকুর রহমান শাওন (২৫) নামে এক যুবকের ২৩ দিনেও সন্ধান পাওয়া যায়নি।
নিঁখোজ শাওন বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ মরখালী গ্রামের মৃত: গোলাম কবির মাতুব্বরের একমাত্র ছেলে।
এ ব্যাপারে গত ২২ জুলাই বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছে শাওনের মা নাজমুন্নাহার লাকি। আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য বরগুনা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই (বৃহস্পতিবার) রাত ২টার দিকে ১০-১২ জনের অজ্ঞাত পরিচয়ের সশস্ত্র একদল লোক শাওনের ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে, জোড়পূর্বক তাকে তুলে নিয়ে যায়। এ সময় ঘরে থাকা শাওনের মা নাজমুন্নাহার লাকি বাধা দিলে তাকে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগ করা হয়। তারা আলীয়া মাদ্রাসা থেকে এসেছে এবং বড় হুজুরের কাছে নিয়ে যাবে বলে জানিয়ে গেছে সশস্ত্র দল। এরপর থেকে শাওনের কোন সন্ধান পাওয়া যায়নি।
বরগুনা থানার অফিসার ইনচার্জ মো: মাসুদুজ্জামান জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে এবং আইনী প্রক্রিয়া চলছে।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৪ আগস্ট