তালতলীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ১০

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৭:১০ পিএম, ৩ আগস্ট ২০১৮

তালতলীতে জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ১০তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নিজাম মীর সহ ১০ জনকে নগদ ১৯৬০ টাকা ও সরঞ্জামাদি সহ জুয়ার আসর থেকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ আগস্ট) দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।

গ্রেপ্তার কৃত অন্যান্যরা হলেন আলমগীর মীর (৪৫), টুকু মাল (৩৬),খলিল খান (৫২), সোহেল মুন্সী (২৯), রাসেল (২৮), আলী হোসেন (২৩), সেন্টু মৃধা (৪০), শাহ আলম (৩৫) ও আবুল বাসার (২৬)। তাদের বাড়ি সোনাকাটা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাকাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নিজাম মীর কবিরাজপাড়া গ্রামের তার নিজ বাড়িতে দীর্ঘ দিন যাবৎ জুয়ার আসর দিত। গত বৃহস্পতিবার রাতে জুয়ার আসর চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে।

তালতলী থানার এস আই জহিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গতকাল তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তালতলী থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)