বরগুনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বরগুনায় নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এসময় তারা রাজধানীতে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত দুই শিক্ষার্থী হত্যার বিচারও দাবি করেন।
বৃহস্পতিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বরগুনা সরকারী কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, শুধু ঢাকায় নয়, বরগুনাসহ দেশের সব এলাকায় পরিবহনে নৈরাজ্য বেড়েই চলছে। এ নৈরাজ্য থামানো না গেলে বাস চালকেরা ‘দানব’ হয়ে উঠবেন। সড়কে অকালেই ঝরবে তাজা প্রাণ। এ কারণে পরিবহন নৈরাজ্য থামানো জরুরি। আর আজ এজন্যই নিরাপদ সড়কের দাবিতে বরগুনায়ও শিক্ষার্থীদের বিক্ষোভ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ আগস্ট
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)