জঙ্গি প্রেমের গল্প নিয়ে মাহিয়া মাহি
আসছে ঈদুল আজহায় বড় পর্দায় মুক্তি পাচ্ছে মাহিয়া মাহি ও সাইমন সাদিকের ‘জান্নাত’ নামের ছবিটি। জঙ্গির প্রেমের গল্প নিয়ে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দ্বিতীয় সিনেমা এটি।
দীর্ঘদিন পর জুটি বেঁধে বড় পর্দায় হাজির হচ্ছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ২০১৩ সালে এই জুটির সিনেমা ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল। বিগত এক দশকের মধ্যে এটি ছিল অন্যতম ব্যবসা সফল সিনেমা।
ঈদে ছবিটির মুক্তির বিষয়টি নিশ্চিত করে নির্মাতা মানিক বলেন, প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে সিনেমাটি মুক্তির জন্য ২৭ এপ্রিল তারিখ নেওয়া হয়েছিল। কিন্তু আমার কাছে মনে হলো দুই ঈদের মাঝে সিনেমা মুক্তি দেওয়া ঠিক হবে না। তাই তারিখ পরিবর্তন করে ঈদুল আজহায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, এবার আমি ভিন্নরকম একটি গল্প দর্শকের দেখাতে যাচ্ছে। সিনেমাটিতে দর্শক একজন বিপথগামী জঙ্গির প্রেমের গল্প দেখতে পাবেন। ভুল পথে গিয়ে তার জীবনে যে ধরনের বিপর্যয় নেমে আসে সিনেমার গল্পে তাই দেখানো হবে। পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বিষয়টিও উঠে আসবে ওই সিনেমায়।
এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। আরো অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২ আগস্ট