সাগরে ট্রলার ডুবির ঘটনায় ১০ জেলে উদ্ধার, নিখোঁজ ৪

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:২৬ পিএম, ১ আগস্ট ২০১৮ | আপডেট: ০৬:২১ পিএম, ১ আগস্ট ২০১৮

ফাইল ছবিপাথরঘাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পরে ১৪ জেলেসহ এফবি ফিরোজ ট্রলার ডুবে যাওয়ার ৩ ঘন্টা পর ১০ জেলেকে উদ্ধার এবং ৪ জেলে নিখোজ রয়েছে।

বুধবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কাদের উদ্ধার করা হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলো, সোবাহান, ফরিদ, আলতাব ও বেল্লাল। তাদের সকলের বাড়ি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের মাঝের চর ও বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ড্যামা গুলিশাখালী গ্রামে।

বরগুনা জেলা ফিসিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক দুলাল মাস্টার এতথ্য নিশ্চত করে জানান, উপজেলার কাকচিড়ার মাঝের চরের মো. ফিরোজ মিয়ার মালিকানা এফবি ফিরোজ ট্রলারের জেলেরা পাথরঘাটা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিন বঙ্গোপসাগরে মাছ ধরছিল। এমন সময় ঝড়ের কবলে পরে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়ার ৩ঘন্টা পর একই স্থান থেকে জাহাঙ্গীর মাঝির ট্রলার সাগর থেকে ফিরে আসার সময় জেলেদের ভাসতে দেখে ১০ জেলে উদ্ধার করতে পারলেও অপর ৪ জেলেকে উদ্ধার করতে পারেনি।

তিনি আরও জানান, উদ্ধার জেলেদের দাবি নিখোজ ৪ জেলে ট্রলারের ব্রিজের মধ্যে থাকায় তাদের খুজে পাওয়া যায়নি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য ট্রলার মালিক সমিতি থেকে ট্রলার পাঠান হয়েছে।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)