যাত্রী সংকটে আবারও হজ ফ্লাইট বাতিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০১:০১ পিএম, ১ আগস্ট ২০১৮

যাত্রী সংকটে আবারও হজ ফ্লাইট বাতিলহজযাত্রী সংকটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগেও যাত্রী সংকটের কারণে গত শুক্রবার দুটি হজ ফ্লাইট (বিজি-১০৪৫ ও বিজি-৭০৪৫) বাতিল করে বাংলাদেশ বিমান।

বিমানের মুখপাত্র শাকিল মেরাজ জানান, মঙ্গলবার রাতের ঢাকা থেকে জেদ্দাগামী (বিজি-৩০৫৭) হজ ফ্লাইটটিতে যাত্রী সংকট থাকায় এটি আর যাচ্ছে না। এজেন্সিগুলো দ্রুত এগিয়ে না এলে সংশ্লিষ্ট হজযাত্রীরা বিপদে পড়বেন।

অর্ধশত হজ এজেন্সি এখনও আড়াই হাজার হজযাত্রীর অনুকূলে বাড়িভাড়া নিশ্চিত না করাসহ বিমানের টিকিট সংগ্রহ করেনি। এ কারণে রাষ্ট্রায়ত্ত এ সংস্থার প্রায় পাঁচ হাজার হজযাত্রীর টিকিট অবিক্রীত রয়েছে।

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রী পবিত্র হজ পালনে সৌদি আরব যাবেন।(তথ্য সূত্রঃ যুগান্তর)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/১ আগস্ট

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)