ডা. মনীষার ওপর হামলার প্রতিবাদে বরিশাল বাসদের মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ৩১ জুলাই ২০১৮

মানববন্ধনে ডা. মনীষামেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ।

মঙ্গলবার (৩১ জুলাই) সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন বাসদ নেতা-কর্মীরা। সেখানে হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা।

এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন ডা. মনীষা চক্রবর্তী। সিটি করপোরেশন নির্বাচনকে ‘প্রহসনের নির্বাচন’ উল্লেখ করে বাতিল দাবি করেন তিনি। বাসদের পক্ষ থেকে নতুন করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন করার দাবি জানানো হয়।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)