বরগুনায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৮:৩০ পিএম, ৩১ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৪৪ পিএম, ১ আগস্ট ২০১৮

কৃষক মাঠ দিবসে বক্তব্য দিচ্ছেন অধ্যক্ষ মো. শাহনেওয়াজ সেলিমবরগুনা সদর উপজেলায় দি সল্ট সলিউশন প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

সোমবার (৩০ জুলাই) বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার এম বালিয়াতলি ইউনিয়নের লতাকাটা গ্রামের লিড ফার্মার সোহরাব মুসুল্লীর প্রদর্শনী প্লটে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)-এর আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পটি নেদ্যারল্যান্ডের ন্যাশনাল পোস্টকোড লটারীর অর্থায়নে ইকো কো-অপারেশন বাংলাদেশ-এর নেতৃত্বে এবং দি সল্ট ফার্ম টেক্সেল-এর কারিগরী সহায়তায় বরগুনা সদর উপজেলার চারটি ইউনিয়নে ১৬ টি প্রদর্শনী প্লটের মাধ্যমে মোট ৩৮৪ জন প্রান্তিক কৃষকের লবণাক্ত জমি ব্যবস্থাপনার মাধ্যমে লবণ সহনশীল সবজি উৎপাদন কার্যক্রম বাস্তবায়ন করছে।

স্থানীয় আব্দুর রশিদ খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহনেওয়াজ সেলিম।

বিশেষ অতিথি ছিলেন-উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কবির মিয়া, লতাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার রোজী, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল হাই দুলাল, এম বালিয়াতলী ইউনিয়নের ঘূর্নিঝড় প্রস্তুতি কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, কোডেক-এর এলাকা সমন্বয়কারী মাহবুব উদ্দিন ও ইকো কো-অপারেশনের সিনিয়র এগ্রিকালচার অফিসার মো. মাসুদ রানা।
কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক-কৃষাণি
অনুষ্ঠানটি পরিচালনা করেন কোডেকের ফিল্ড অফিসার মোঃ মনিরুজ্জামান।

আয়োজিত মাঠ দিবসে পাইকার, ফড়িয়া, সার ও বালাইনাশক ডিলার, বীজ বিক্রেতা, বীজ কোম্পানীর প্রতিনিধিসহ ১৭০ জন কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন।
এসময় লিড ফার্মার তার প্রদর্শনী খামারে উপস্থিত কৃষকদের নিয়ে বাস্তবায়িত প্রযুক্তি, কৌশল এবং ক্ষেতের ফলাফল সম্পর্কে জানায়।

প্রদর্শনী খামার থেকে ফিরে উপস্থিত কৃষকরা তাদের নিজেদের সবজি ক্ষেতের সমস্যাগুলো অতিথিদের সামনে উপস্থাপন করেন। এরপরে বক্তারা সংশ্লিষ্ট এলাকায় লবণাক্ততার ভয়াবহ প্রভাবসমূহ উল্লেখ করে বলেন, নির্দিষ্ট এলাকায় পরিকল্পিতভাবে পরিক্ষিত কিছু পদ্ধতি ব্যবহার করে সময়মত বীজ রোপন করলে এ সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)