কাঠালিয়ায় চিংড়াখালী বিদ্যালয় সততা ষ্টোর উদ্বোধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:২০ পিএম, ৩১ জুলাই ২০১৮

সততা ষ্টোর উদ্বোধনঝালকাঠির কাঠালিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় সততা ষ্টোর উদ্বোধন ও দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জুলাই) বিদ্যালয়ে সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু সিকদার, উপজেলা বিএমএসএফের সভাপতি ও প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক হোসেন খান, থানার এস আই মো. মতিয়ার রহমান।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছগীর হোসেন হাওলাদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ ইদ্রিস মিয়া, মোসা. সেলিনা পাপড়ী, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, ইউপি সদস্য মো. আতিকুর রহমান বাদল, সহ প্রধান শিক্ষক মো. মোস্তফা কামাল, প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, সমাজ সেবক মো. সোহরাব হোসেন, মো. তাজুল সিকদার, শিক্ষক আখতার উদ্দিন সানু, মো. মিজানুর রহমান, মো. ফয়সাল হোসেন, শিক্ষাথী মোসা. তহুরা, রেসমা আক্তার মীম প্রমুখ ।

সভার পূর্বে শিক্ষার্থীদের সচ্ছতা আনয়নে বিদ্যালয়ে সততা ষ্টোরের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। সভায় অতিথিবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)