সড়ক দুর্ঘটনায় কলাপাড়ায় সাংবাদিক নিহত
পটুয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. জাকির হোসেন নান্টু (৩৫) নামের এক সংবাদ কর্মী মারা গেছেন।
সোমবার (৩০ জুলাই) বিকেলে কুয়াকাটা-কলাপাড়া সড়কের ঘুটাবাছা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন নান্টু বরিশাল থেকে প্রকাশিক দৈনিক সংবাদ সকালের বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে বাকেরগঞ্জ ফেরার পথে ঘুটাবাছা বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে একটি শিশু রাস্তায় উঠে আসে। শিশুটিকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশে পরে যান নান্টু। পরে গুরুতর আহত অবস্থায় জাকির হোসেনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
হাসপাতালে নেওয়া হলে কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ জুলাই
পাঠকের মন্তব্য
(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)