পাঁচ জেলেকে ফেরত দিয়েছে জলদস্যূরা
সমুদ্রে ডুবে যাওয়া জেলেদের মধ্যে পাঁচ জেলেকে উদ্ধার করে তাদের দিযে সুন্দরবন কেন্দ্রিক সাগরে দস্যূতা করানো সেই জেলেদের ফেরত দিয়েছে জলদস্যূবাহিনী। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সুন্দরবন থেকে মংলা এলাকার নদীর পাড়ে তাদের রেখে যায় ছোটভাই বাহিনী।
ফেরত জেলেরা হলো, পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের মো. সেরাজ মিস্ত্রী, মাসুম মিয়া, রিপন, রাসেল ও মোড়লগঞ্জের মো. খাইরুল ইসলাম।
মোস্তফা চৌধুরী পাথরঘাটা নিউজকে জানান, ২১ জুলাই সাগরে ঝড়ের কবলে ডুবে যাওয়া ট্রলারের মধ্যে ওই পাঁচ জেলেকে ভাসমান অবস্থায় জলদস্যূ ছোট ভাই বাহিনী উদ্ধার করে, পরে তাদের দ্বারা অপর জেলেদের মুক্তিপণের দাবিতে অপহরণের কাজে লিপ্ত হতে বাধ্য করে। পরে র্যাবের অভিযানের টের পেয়ে ওই বাহিনী ৫ জেলেকে মংলার কাছাকাছি নদীর পাড়ে তাদেরকে ছেড়ে দেয়। এ সময় ওই জলদস্যূ বাহিনী তাদের বিরুদ্ধে কথা না বলত জেলেদের এক হাজার টাকা দেয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ জুলাই