পাথরঘাটায় বৃক্ষ মেলা উদ্বোধন ও মেধাবী শিক্ষার্থীদের চারা বিতরণ

এ এস এম জসিম
এ এস এম জসিম, বার্তা সম্পাদক
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ৩১ জুলাই ২০১৮

মেধাবী শিক্ষার্থীদের চারা বিতরণবরগুনার পাথরঘটায় ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেছে বরগুনা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য মো. শওকত হাচানুর রহমান রিমন। এসময় র‌্যালী , আলোচনা সভা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ফলের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

মঙ্গলবার (৩১ জুলাই) সকাল ১০ টায় সংসদ সদস্য মো. শওকত হাচানুর রহমান রিমনের নেতৃত্বে একটি র‌্যালী শহর প্রদক্ষিন করে। মেলা পরিদর্শন ও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার মো.হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোাচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মো. শওকত হাসাচনুর রহমান রিমন।

আলোচনা সভায় বক্তব্যদেন সাংবাদিক মির্জা শহিদুল ইসলাম খালেদ,পাথরঘাটা থানার ওসি মোল্লা মো. খবীর আহমদ, পাথরঘাটা পৌর সভার মেয়র মো. আনোয়ার হোসেন আকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল। আলোচনাসভা শেষে পাথরঘাটা উপজেলার কয়েকটি বিদ্যালয়ের মেধাবী শিক্ষাথীকে ৮৫টি বিভিন্ন জাতের ফলদ চারা বিতরণ করেন।

পাথরঘাটা নিউজ/এএসএমজে/৩১ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)