তামিম-সাব্বিরদের টানা দ্বিতীয় জয়

আবু জর রফি
আবু জর রফি, সাব-এডিটর
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২ মার্চ ২০১৮

PSL
পাকিস্তাান সুপার লিগে (পিএসএল) জয় পেয়েছে তামিম ইকবাল ও সাব্বির রহমানের পেশোয়ার জালমি। গতকাল মাহমুদুল্লার দল কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে ৫ উইকেটে হারায় তারা। এ নিয়ে চলতি আসরে টানা দ্বিতীয় জয় পেলো পেশোয়ার। এদিন পশোয়ারের হয়ে ব্যাট হাতে উজ্জল ছিলেন বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল। পেশোয়ারের হয়ে ব্যাট হাতে ৩৮ বলে ৩৬ রান করেন তিনি। এর মধ্যে রযেছে একটি দর্শনীয় ছক্কা ও তিনটি চারের মার। এ নিয়ে আসরের চার ম্যাচে ৯৭ রান করলেন তামিম। এর আগের তিন ম্যাচে ১১, ৩৯ ও ১১ রান করেন এ ড্যাশিং ওপেনার। অন্যদিকে গতকালই আসরে প্রথমবার পেশোয়ারের হয়ে মাঠে নামেন টাইগার হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। অবশ্য এদিন ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাব্বির। ১১ বলে এক চারে ১১ রান করেন তিনি। তবে ফিল্ডংয়ের সময় ছিলেন দুর্দান্ত। ফিল্ডিংয়ের একাই নিয়েছেন তিন তিনটি ক্যাচ। এর মধ্যে মধ্যে সবগুলো ক্যাচই অসাধারনভাবে তালুবন্দি করেন। বৃহস্পতিবার শারজায় টস জিতে কোয়েটাকে ব্যাটিংয়ে পাঠান পেশোয়ারের অধিনায়ক ড্যারেন স্যামি। ব্যাট হাতে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে কোয়েটা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন অজি ব্যাটসম্যান শেন ওয়াটসন। ৩২ বলে ৫ ছক্কা ও এক চারে এ ইনিংস খেলেন তিনি। পেশোয়ারের হয়ে দু’টি করে উইকেট নেন উমাইদ আসিফ, ওহাব রিয়াজ ও ড্যারেন স্যামি। জবাবে ৫ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। জবাবে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১০ রানে আউট হন কোয়েটার ওপেনার কামরান আকমল। তবে অন্য ওপেনার তামিম ইকবাল এদিন বড় রানের ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু দলীয় ১১২ রানে মাথায় রান আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন তামিম। এছাড়া মোহাম্মদ হাফিজ ২৯ ও সাব্বির রহমান ১১ রান করেন। সর্বশেষ স্যামির ৪ বলে ১৬ রানের বিস্ফোরক ইনিংসে সহজ জয় তুলে নেয় পেশোয়ার। ম্যাচ সেরা হন পেশোয়াড় জালমির অধিনায়ক ড্যারেন স্যামি
পাথরঘাটা নিউজ/এজেআর/২ মার্চ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)