মিসরে মুরসির ৭৫ সমর্থকের মৃত্যুদণ্ড
মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ৭৫ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। গতকাল শনিবার এ রায় দেয়া হয়। ২০১৩ সালে মুরসিকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে দেশটির রাজধানী রাক্কা স্কয়ারে বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে তাদের এ শাস্তি দেয়া হয়েছে।
শাস্তিপ্রাপ্তদের মধ্যে মুরসির রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের একজন সিনিয়র নেতা রয়েছেন। তার বিরুদ্ধে ওই বিক্ষোভ সৃষ্টির নেপথ্য ভূমিকা পালনের অভিযোগ আনা হয়।
গতকাল আদালতের রায়ে বলা হয়, তারা মামলাটি সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ বা মুফতির কাছে স্থানান্তর করবেন। সেখানেই তাদের মৃত্যুদণ্ডের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
২০১২ সালের ৩০ জুন দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মোহাম্মদ মুরসি। ক্ষমতায় আসেন সেনাপ্রধান জেনারেল সিসি।-বিবিসি।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৯ জুলাই