পাথরঘাটায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
বরগুনার পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল মোসা. মুক্তা আক্তার (১৩) নামের এক ছাত্রী। রোববার (২৯ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. হুমায়ূন কবির জানান, উপজেলার সদর ইউনিয়নের হানিফা আকনের মেয়ে হাড়িটানা সালেহিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেনীর ছাত্রী মুক্তা আক্তারের পাথরঘাটা পৌরশভার ৭ নম্বর ওয়ার্ডের আব্দুল হাওলাদারের ছেলে বিকসা চালক আল-আমিনের সাথে বিয়ের আয়োজন চলছিল। এ সংবাদ পেয়ে পাথরঘাটা উপজেলা প্রশাসন, নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য মুনিরা ইয়াসমীন খুশিকে নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা ভেঙ্গে দেয়া হয়। পরে কনের বাবাকে ২শ টাকা ও বর ও তার বাবাকে ৪শটাকা জরিমানা করে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়।
পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৯ জুলাই