মুসলিম নিয়ন্ত্রণ করতে না পারলে আরও একটি পাকিস্তান জন্ম নেবে-বিজেপি সাংসদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ০৮:০৫ এএম, ২৮ জুলাই ২০১৮

ফাইল ছবি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে গণপিটুনি নিয়ন্ত্রণ করার জন্য আগে মুসলিম জনসংখ্যা নিয়ন্ত্রণ করা জরুরি বলে মন্তব্য করেছেন বিজেপি সাংসদ হরি ওম পাণ্ড।তিনি আরো বলেন ক্রমবর্ধমান গণপিটুনির জন্য দায়ী ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যা। মুসলিম জনসংখ্যা বাড়ছে বলেই অপরাধ, সন্ত্রাস, গণপিটুনির মতো ঘটনা বাড়ছে। দুদিন আগে উত্তর প্রদেশের বিজেপি নেতা বিধায়ক সুরেন্দ্র সিং বলেছিলেন, হিন্দুত্ব বাঁচাতে অন্তত ৫টি করে সন্তান জন্ম দেওয়া উচিত হিন্দুদের। আর এদিকে, মুসলিমদের জন্য ঠিক উল্টো কথা বললেন বিজেপি নেতা হরি ওম পাণ্ড।

স্থানীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পাণ্ডে দাবি করেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ভারতের জনসংখ্যা এত বেড়ে যাওয়ার পেছনে মূল কারণ মুসলিমরাই। মুসলিমরা জন্মনিয়ন্ত্রণ বা কোনও পরিকল্পনায় বিশ্বাসী নয়। বরং জনসংখ্যা বাড়ানোর তত্ত্বে বিশ্বাসী। এর ফলে পুরো দেশেরই ক্ষতি হচ্ছে।পাণ্ডের দাবি, দ্রুত সংসদে বিল এনে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত।

উত্তর প্রদেশের আম্বেদনগরের সাংসদ বলেন, যেভাবে মুসলিম জনসংখ্যা বাড়ছে তা নিয়ন্ত্রণ করতে না পারলে আরও একটি পাকিস্তান জন্ম নেবে। জনসংখ্যা নিয়ন্ত্রণ না করলে এদেশের পরিস্থিতিও পাকিস্তানের মতোই হবে।গণপিটুনির ঘটনা নিয়ে বয়ান দিতে গিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করেছেন বিজেপি নেতারা। খোদ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কার্যত গরু আর মানুষকে এক আসনে বসিয়েছিলেন।

পাথরঘাটা নিউজ/এস এ এ /২৮ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)