খোলাফায়ে রাশেদিনের মত রাষ্ট্রব্যবস্থা চালু করতে চাই: ইমরান খান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ,
প্রকাশিত: ১১:০৪ এএম, ২৭ জুলাই ২০১৮

ছবিঃ ইন্টারনেট থেকে নেয়ামহানবী (সা.)-এর অনুপ্রেরণায় মদিনার মতো করে নতুন পাকিস্তান গড়তে চান দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী ইমরান খান। জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে দেশকে খোলাফায়ে রাশেদিনের মত ইসলামিক কল্যাণ রাষ্ট্রের আদলে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

চূড়ান্ত ফল ঘোষণার আগেই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, ‘আমি আপনাদের বলতে চাই কেমন পাকিস্তান দেখতে চাই। মদিনায় আমাদের নবী যেমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছেন আমি সেখান থেকে অনুপ্রেরণা নিতে চাই। পাকিস্তানকে আমরা তেমন করেই গড়ে তুলতে চাই।

তিনি বলেন, ‘পাকিস্তানের প্রায় অর্ধেক মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। এখানে শিশু মৃত্যুর হার খুব বেশি। নিরাপদ পানির সমস্যা। আমরা খুব শীঘ্রই এসব সমস্যার সমাধান করবো।’

সাবেক এই ক্রিকেট তারকা বলেন, আমি আপনাদের সবার সামনে বলতে চাই, আমরা এমনভাবে দেশ পরিচালনা করবো, যা আগে কখনোই কেউ দেখেনি। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, জনগণের ট্যাক্সের টাকার হেফাজত করতে। (তথ্য সূত্র: উর্দুনিউজ)

পাথরঘাটা নিউজ/এএসএমজে/২৭ জুলাই

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)